
“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ” তারুন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলাচিপা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার সন্ধ্যা ৬ টায় বিপিসি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন খলিফা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পরান বিশ্বাস, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সিনিয়র প্রভাষক মোঃ হারুন অর রশিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ সহ ইউনিয়ন থেকে আসা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির নতুন উপ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কি ভাবে দলকে সুসংগঠিত করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কথা বলেন।