০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য করে মাটি কেটে নেওয়ার অভিযোগ

  • অরবিন্দ রায়
  • পোস্ট হয়েছেঃ ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 16
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য  করে এক কৃষকের মাছের খামারের আইল থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে অবৈধভাবে ভেকু দিয়ে গভীর গর্ত করে  মাটি কেটে নেওয়ার  কারণে সামান্য বৃষ্টির পানিতে  খামার থেকে মাছ ভেসে গিয়ে কৃষক ক্ষতিগ্রস্থ হবে।
জানা য়ায়, কালিয়াকৈর  উপজেলার
শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: জুলফিকার আলীর নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত একই   গ্রামের অসহায় কৃষক তসলিম রানার মালিকানাধীন  একটি মাছের খামারের আইল থেকে রাতের আধারে অবৈধভাবে ভেকু দিয়ে  গভীর গর্ত করে  মাটি কেটে ড্রামট্রাকে ভর্তি করে ইট ভাটায় পাচার করছে। পুকুর ও পুকুরের আইল  রক্ষায় ভুক্তভোগী তসলিম রানা বাধ্য হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ক  অঞ্চল, গাজীপুর এর পিটিশন মোকদ্দমা নং ৪১৭/২০২৫,ধারা-ফৌ:কা:বি: ১৪৫ধারা এবং ১৪৯১/২৫, ২৮/০৪/২০২৫ তারিখে আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত ভুমিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে  নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের (নোটিশ) নির্দেশ পাওয়া সত্যেও বিবাদী জুলফিকার আলী আদালতের নির্দেশ অমান্য করে কৃষক তসলিম রানার মাছের পুকুরের আইল থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় পাচার করছে। এ ঘটনায় তসলিম রানা বাধা দিলে বিবাদী জুলফিকার আলীর নেত্রত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তসলিম রানাকে মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে জানা যায়।
 কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাটিকাটা বন্ধ করেন। তবে মাটিকাটা বন্ধ করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর জুলফিকারের লোকজন পুনরায় পুকুরের আইল থেকে মাটিকাটা শুরু করে। এ অভিযোগ পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ  মাটিকাটা বন্ধ করার জন্য পুনরায়  সরজমিনে  পুলিশ পাঠান। ইউএনওর নির্দেশ পেয়ে  পুলিশ  মাটিকাটা বন্ধ করে অবৈধভাবে মাটিকাটায় ব্যবহৃত ভেকুর চাবি নিয়ে যায়।কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর  জুলফিকার আলী ভেকুর  ডুপলিকেট চাবি দিয়ে ফের পুকুরের আইল থেকে মাটি কাটা শুরু করে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ গণমাধ্যম কে জানান , অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে আমি সেখানে  পুলিশ পাঠিয়ে  মাটিকাটা  বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি তারা মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে  কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

চাটমোহর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা আটক

কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য করে মাটি কেটে নেওয়ার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের নির্দেশ অমান্য  করে এক কৃষকের মাছের খামারের আইল থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে অবৈধভাবে ভেকু দিয়ে গভীর গর্ত করে  মাটি কেটে নেওয়ার  কারণে সামান্য বৃষ্টির পানিতে  খামার থেকে মাছ ভেসে গিয়ে কৃষক ক্ষতিগ্রস্থ হবে।
জানা য়ায়, কালিয়াকৈর  উপজেলার
শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: জুলফিকার আলীর নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত একই   গ্রামের অসহায় কৃষক তসলিম রানার মালিকানাধীন  একটি মাছের খামারের আইল থেকে রাতের আধারে অবৈধভাবে ভেকু দিয়ে  গভীর গর্ত করে  মাটি কেটে ড্রামট্রাকে ভর্তি করে ইট ভাটায় পাচার করছে। পুকুর ও পুকুরের আইল  রক্ষায় ভুক্তভোগী তসলিম রানা বাধ্য হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ক  অঞ্চল, গাজীপুর এর পিটিশন মোকদ্দমা নং ৪১৭/২০২৫,ধারা-ফৌ:কা:বি: ১৪৫ধারা এবং ১৪৯১/২৫, ২৮/০৪/২০২৫ তারিখে আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত ভুমিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে  নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের (নোটিশ) নির্দেশ পাওয়া সত্যেও বিবাদী জুলফিকার আলী আদালতের নির্দেশ অমান্য করে কৃষক তসলিম রানার মাছের পুকুরের আইল থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় পাচার করছে। এ ঘটনায় তসলিম রানা বাধা দিলে বিবাদী জুলফিকার আলীর নেত্রত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তসলিম রানাকে মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগে জানা যায়।
 কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাটিকাটা বন্ধ করেন। তবে মাটিকাটা বন্ধ করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর জুলফিকারের লোকজন পুনরায় পুকুরের আইল থেকে মাটিকাটা শুরু করে। এ অভিযোগ পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ  মাটিকাটা বন্ধ করার জন্য পুনরায়  সরজমিনে  পুলিশ পাঠান। ইউএনওর নির্দেশ পেয়ে  পুলিশ  মাটিকাটা বন্ধ করে অবৈধভাবে মাটিকাটায় ব্যবহৃত ভেকুর চাবি নিয়ে যায়।কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর  জুলফিকার আলী ভেকুর  ডুপলিকেট চাবি দিয়ে ফের পুকুরের আইল থেকে মাটি কাটা শুরু করে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ গণমাধ্যম কে জানান , অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে আমি সেখানে  পুলিশ পাঠিয়ে  মাটিকাটা  বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি তারা মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে  কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।