
সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে (১১ মে ২৫) রবিবার দিবাগত রাত ৮ টায় ইমরুল আহম্মেদ পায়েল এর খড়ের গাদায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে আগুন জ্বলতে দেখা গেলেও পিছন থেকে কারা আগুন দিয়েছে তা দেখা যায়নি। বিষয়টি পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছ। এখন তারা ভয়ের মধ্যে বসবাস করছে। এমন কি অন্য কিছু সন্দেহ করছে।
ক্ষতিগ্রস্ত খড়ের গাদার মালিক ইমরুল আহম্মেদ পায়েল বলেন খড়ের গাদায় আগুন দিলেও আমি শঙ্কা মুক্ত নই। যেকোন মুহুর্তে আমার বড় ধরনের ক্ষতি হতে পাারে। আমি দীর্ঘদিন পারিবারিক বিরোধ ও স্থানীয় দূর্বৃত্তরা হয়রানী স্বীকার। আমার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া তার অংশ হতে পারে। আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত।
স্থানীয় চৌকিদার মোশাররফ হোসেন বলেন, রাত্রি ৮টার দিকে স্থানীয় মেম্বর আব্দুল কাদের আমাকে দ্রুত ইমরুল আহম্মেদ পায়েলদের বাড়ীতে যেতে বলেন। আমি গিয়ে দেখি খড়ের গাদায় আগুন জ্বলছে। আমি সহ স্থানীয়রা মিলে রাত ১০টা নাগাদ আগুন নিভাই। বিষয়টি সত্যিই দুঃখ জনক।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেন, খড়ের গাদায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি। ঘটনার পিছে কোন ষঢ়যন্ত্রনা আছে কি না আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। প্রয়োজনে আমরা আইনের সহায়তা নেব।