
বগুড়ার শিবগঞ্জে বিপুল চন্দ্রের প্রথম স্ত্রী শ্রীমতি বীনা রাণীর মাথার চুল কেটে দিলেল ছোট স্ত্রী স্বপ্না রাণী ও তার মা শ্রীমতি সপ্তমী রাণী(৫০) এই ঘটনায় শিবগঞ্জ পুলিশ অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় দুজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার হওয়ার পরে স্বামী এসে থানায় লুটিয়ে পড়েন। ছোট স্ত্রী ও শাশুড়িকে থানা থেকে ছাড়ানোর জন্য। ছেড়ে না দিলে নিজে আত্মহত্যা করবেন বলে সবাইকে বলছেন।