
দামুড়হুদার ধান্যঘরা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগ সহ গর্ভপাতের অভিযোগ উঠেছে প্রেমিক মিরাজের বিরুদ্ধে। বিয়ে করতে ছয় নয় করায় অবশেষের মিরাজের বাড়িতে অবস্থান করেছেন প্রেমিকা। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মিরাজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কার্পাসডাঙ্গা কলেজ ছাত্রীর। অবৈধ মেলামেশা করে প্রেমিকার গর্ভের সন্তান নস্ট করার অভিযোগ উঠেছে। বিয়ের প্রতিশ্রুতিতে একাধীকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেছে কলেজ ছাত্রী অভিযোগ তোলেন মিরাজের বিরুদ্ধে। এক পর্যায়ে কলেজ ছাত্রী অন্তসত্তা হলে নানা কৌশলে মিরাজ গর্ভপাতের ঘটনা ঘটিয়েছে বলেও জানান ওই কলেজ ছাত্রী। গর্ভপাতের পর বিয়ের কথা বললে বেকে বসেন মিরাজ। আজ নয় কাল বলে ঘুরাতে থাকেন। কোন উপায়ন্তর না পেয়ে অবশেষে গত মঙ্গলবার রাত ৯ টার দিকে ওই কলেজ ছাত্রী তার প্রেমিক ধান্যঘরা
গ্রামের স্কুল পাড়ার আকালের ছেলে মিরাজের বাড়ি ওঠেন বিয়ের দাবীতে। কলেজ ছাত্রী জানান, মিরাজের সাথে ৪ বছরের প্রেমের সম্পর্ক। মিরাজ গত ৪ বছর ধরে বিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে দেহভোগ করে আসছে। আমার গর্ভের সন্তানও নষ্ট করেছে ওষুধ খাইয়ে। এখন বিয়ে না করলে আইনি পথে হাটতে বাধ্য হবো। এ াদকে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপাস্থতি টের পেয়ে কৌশলে পালিয়েছেন অভিযুক্ত মিরাজ।