
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল।
গতকাল (১৪ মে, ২০২৫) এই বিক্ষোভ মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার আলম সাম্য হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাই এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তারা আরও বলেন, “সাম্য ছিলেন ছাত্রদলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী। তার এই অকালমৃত্যুতে ছাত্রদল পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই হত্যাকাণ্ডের শেষ পর্যন্ত ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব।”
সমাবেশে অন্যান্য বক্তারা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৪ মে ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনার পর থেকেই দেশব্যাপী বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।