
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন লেগে বসতঘর পুড়ে ছাঁই,অজুফা (৮০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর রাত ৪ টার দিকে পৌরসভার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ।স্থানীয়রা জানান, রাতে অজুফা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। ভোর রাত ৪টার দিকে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফা কে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি ও দগ্ধ মরদেহটি উদ্ধার করি।ধারনা করা হচ্ছে কুপিবাতি থেকে আগুন লাগতে পারে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘরে আগুন লাগার পর অজুফা নামে বৃদ্ধ মহিলা বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।