০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে আওয়ামী লীগ কার্যালয়ও গুঁড়িয়ে দিল প্রশাসন

Oplus_131072

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমিতে নির্মিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫-মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা  ইসলাম’র  নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ এবং আনসার বাহিনী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়ক ঘেঁষা গুরুত্বপূর্ণ সরকারি জমিতে দীর্ঘদিন ধরে একাধিক স্থাপনা গড়ে উঠেছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেননি। ফলে নির্ধারিত সময় পার হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভেকু দিয়ে ভেঙে ফেলা হয় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ আশপাশের আরও কয়েকটি অবৈধ স্থাপনা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি জমি দখল করে কেউ স্থাপনা গড়ে তুললে তা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের চোখে সবাই সমান। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শরণখোলায় এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে আওয়ামী লীগ কার্যালয়ও গুঁড়িয়ে দিল প্রশাসন

পোস্ট হয়েছেঃ ০৭:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমিতে নির্মিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫-মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা  ইসলাম’র  নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ এবং আনসার বাহিনী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়ক ঘেঁষা গুরুত্বপূর্ণ সরকারি জমিতে দীর্ঘদিন ধরে একাধিক স্থাপনা গড়ে উঠেছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেননি। ফলে নির্ধারিত সময় পার হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভেকু দিয়ে ভেঙে ফেলা হয় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ আশপাশের আরও কয়েকটি অবৈধ স্থাপনা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি জমি দখল করে কেউ স্থাপনা গড়ে তুললে তা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের চোখে সবাই সমান। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।