
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর নির্মম হ/ত্যার প্রতিবাদে বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হ/ত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, কলেজ শাখার সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব প্রমুখ।
নেতৃবৃন্দ এই হ/ত্যাকে পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ উল্লেখ করে অবিলম্বে খু/নীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।