১১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের গলাখালে ‘ইমরান’র’ বাড়ীতে অভিনব কায়দায় চুরি, থানায় অভিযোগ দায়ের

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মৃত্য আব্দুল হাকিমের পুত্র ইমরানের বাড়ীতে টোকাই সেজে ছদ্মবেশে চুরি করে পালিয়ে যায় চুর।ঘটনাটি ঘটেছে-২৫ মে (রবিবার) আনুমানিক ৮: ৩০ মিনিটে।
ভুক্তভোগী ইমরান বলেন: আমি প্রতিদিনের মত সিএনজি নিয়ে বাড়ী থেকে বের হই, পরিবারের অন্য সদসস্যরা ঘর তালাবদ্ব করে প্রতিবেশির বাড়ীতে চলে যায়।
ফাঁকা বাড়ী পেয়ে গ্রীল কেটে চুর বাড়ীতে ডুকে। আমি রাতে বাড়ী ফিরে ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখে হৈচৈ করি, আমার চিল্লাফাল্লা শুনে প্রতিবেশিরা আমার বাড়ীতে আসেন।
তালবদ্ব আলমিরা ভেঙে নগদ-৩৩৪০০০/- (তিনলক্ষ চৌত্রিশ হাজার টাকা) এবং পাসপোর্ট চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আমাদের বাড়ীতে জগন্নাথপুর থানার পুলিশ আসেন।
এর পরে আমি থানা হাজির হয়ে জিডি (সাধারণ ডায়েরি) করি।সিসিটিভি ফুটেজে তার ছবি ধরা পরলেও ছদ্মবেশ চোর এখনো আইনের হাতে ধরা পরেনি।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়াতে রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

জগন্নাথপুরের গলাখালে ‘ইমরান’র’ বাড়ীতে অভিনব কায়দায় চুরি, থানায় অভিযোগ দায়ের

পোস্ট হয়েছেঃ ০৬:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মৃত্য আব্দুল হাকিমের পুত্র ইমরানের বাড়ীতে টোকাই সেজে ছদ্মবেশে চুরি করে পালিয়ে যায় চুর।ঘটনাটি ঘটেছে-২৫ মে (রবিবার) আনুমানিক ৮: ৩০ মিনিটে।
ভুক্তভোগী ইমরান বলেন: আমি প্রতিদিনের মত সিএনজি নিয়ে বাড়ী থেকে বের হই, পরিবারের অন্য সদসস্যরা ঘর তালাবদ্ব করে প্রতিবেশির বাড়ীতে চলে যায়।
ফাঁকা বাড়ী পেয়ে গ্রীল কেটে চুর বাড়ীতে ডুকে। আমি রাতে বাড়ী ফিরে ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখে হৈচৈ করি, আমার চিল্লাফাল্লা শুনে প্রতিবেশিরা আমার বাড়ীতে আসেন।
তালবদ্ব আলমিরা ভেঙে নগদ-৩৩৪০০০/- (তিনলক্ষ চৌত্রিশ হাজার টাকা) এবং পাসপোর্ট চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আমাদের বাড়ীতে জগন্নাথপুর থানার পুলিশ আসেন।
এর পরে আমি থানা হাজির হয়ে জিডি (সাধারণ ডায়েরি) করি।সিসিটিভি ফুটেজে তার ছবি ধরা পরলেও ছদ্মবেশ চোর এখনো আইনের হাতে ধরা পরেনি।