১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচর (IFIC) ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি। ব্যাংকের সকল কর্মকর্তা অজ্ঞান

  • মাহিন আহমেদ
  • পোস্ট হয়েছেঃ ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • 146

প্রতিদিনের মতো সপ্তাহিক ছুটির পর, আজো চলছিলো লেনদেন।

সকল স্টাফরা যার যার মতো, নিজেদের কাজ করছিলো।
ঈদের চাপের কারনে, মোটামুটি গ্রাহকের ভীড় ছিলো, যথেষ্ট।
হঠাৎ করে দুপুরের পর, এক নারী স্টাফ অজ্ঞান হয়ে যায়।
দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায় আরো অনেকেই।
অজ্ঞান হওয়া লোকদের মাঝে ছিল (IFIC) ব্যাংকের স্টাফ বৃন্দ এমনকি বাদ পড়েনি গ্রাহকরা।
তাদের মধ্যে কয়েকজন গ্রাহক ছিল, যারা লেনদেন করার জন্য ব্যাংকে এসেছিল। সেই গ্রাহকদের মাঝে কিছু গ্ৰাহক অজ্ঞান হয়ে পড়ে।
এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় লোকজন, পুলিশ, ছুটে আছে (IFIC) ব্যাংকে।
এবং দ্রুত সকল অজ্ঞান কৃত ব্যক্তিদের জহিরুল ইসলাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে।
কিভাবে লোকজন অজ্ঞান হয়ে পরলো, কে বা কারা এই ঘটনা ঘটালো, এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
কুলিয়ারচর উপজেলার পুলিশ জানিয়েছেন, তারা এই ঘটনার তদন্ত করছে। যারা অজ্ঞান হয়েছে তারা সুস্থ হওয়ার পর ঘটনা তদন্ত করতে সুবিধা হবে।
অতি শীঘ্রই ঘটনার দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এমন ঘটনা যদি ঘটে একটি ব্যাংকে তাহলে ওই এলাকার লোকজন কতটুকু নিরাপদে আছে।
জানতে চাই কুলিয়ারচর বাসী।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান, দেশে ফিরছে প্রবাসী রুবেলের নিথর দেহ

কুলিয়ারচর (IFIC) ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি। ব্যাংকের সকল কর্মকর্তা অজ্ঞান

পোস্ট হয়েছেঃ ১০:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

প্রতিদিনের মতো সপ্তাহিক ছুটির পর, আজো চলছিলো লেনদেন।

সকল স্টাফরা যার যার মতো, নিজেদের কাজ করছিলো।
ঈদের চাপের কারনে, মোটামুটি গ্রাহকের ভীড় ছিলো, যথেষ্ট।
হঠাৎ করে দুপুরের পর, এক নারী স্টাফ অজ্ঞান হয়ে যায়।
দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায় আরো অনেকেই।
অজ্ঞান হওয়া লোকদের মাঝে ছিল (IFIC) ব্যাংকের স্টাফ বৃন্দ এমনকি বাদ পড়েনি গ্রাহকরা।
তাদের মধ্যে কয়েকজন গ্রাহক ছিল, যারা লেনদেন করার জন্য ব্যাংকে এসেছিল। সেই গ্রাহকদের মাঝে কিছু গ্ৰাহক অজ্ঞান হয়ে পড়ে।
এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় লোকজন, পুলিশ, ছুটে আছে (IFIC) ব্যাংকে।
এবং দ্রুত সকল অজ্ঞান কৃত ব্যক্তিদের জহিরুল ইসলাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে।
কিভাবে লোকজন অজ্ঞান হয়ে পরলো, কে বা কারা এই ঘটনা ঘটালো, এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
কুলিয়ারচর উপজেলার পুলিশ জানিয়েছেন, তারা এই ঘটনার তদন্ত করছে। যারা অজ্ঞান হয়েছে তারা সুস্থ হওয়ার পর ঘটনা তদন্ত করতে সুবিধা হবে।
অতি শীঘ্রই ঘটনার দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এমন ঘটনা যদি ঘটে একটি ব্যাংকে তাহলে ওই এলাকার লোকজন কতটুকু নিরাপদে আছে।
জানতে চাই কুলিয়ারচর বাসী।