
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, আফসারউদ্দিন, জয়নুল আবেদীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪০টি বাইসাইকেল, ১৫টি সেলাই মেশিন ও ১০টি স্কুল ব্যাগ প্রদান করা হয়।