
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নান্দাইল উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয়ের গত ইং ০৪/০৭/২০২৫ তারিখ শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়টি উদ্বোধনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো এনসিপির স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং এসএমই উইংয়ের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম রাজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য খন্দকার সুফী আবদুল্লাহ এবং উপজেলার প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম, প্রবীণ রাজনীতিক আলহাজ্ব ফারুখ হোসাইন, মুফতি আরিফুল ইসলাম, আব্দুল আলীমসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন মিজানুর রহমান, আশেক আলী মন্ডল, শাহ-আলম ফকির, কবির আহমেদ, লিংকন শিকদার, সানিল, মাফফুজ, লালন প্রমুখ।
> বক্তাদের বক্তব্যঃ-

“জাতীয় নাগরিক পার্টি আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যালয়টি হবে নান্দাইলবাসীর অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু।”

“এনসিপি শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি সামাজিক আন্দোলনের নাম। তৃণমূলে সংগঠনের ভিত্তি মজবুত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

“নান্দাইলে এনসিপি’র সাংগঠনিক শক্তি দিন দিন বাড়ছে। আমরা বিশ্বাস করি, এই কার্যালয় থেকেই আগামী দিনে নতুন নেতৃত্ব ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
আলহাজ্ব ফারুখ হোসাইন, প্রবীণ রাজনীতিক:
“দলীয় কার্যালয় শুধু দেওয়াল আর ছাদ নয়—এটি কর্মী, নেতাকর্মী ও জনগণের আশ্রয়স্থল। এখান থেকেই মানবসেবার হাত প্রসারিত হবে।”
মুফতি আরিফুল ইসলাম, উপজেলা নেতা:”আমরা চাই দল হোক নীতিনিষ্ঠ, দুর্নীতিমুক্ত ও জনগণের বিশ্বস্ত আশ্রয়। এই কার্যালয় হবে নতুন স্বপ্নের সূচনা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন পর্ব শুরু হয়। পরে নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শেষে দলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।