
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লিতে গাছ থেকে পড়ে এক বৃদ্ধ মৃত্যুর ঘটনা ঘটেছে। সে অজিদ পিয়াদার ছেলে।পরিবার ও স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা খ্রীস্টান মিশনারী পল্লীর প্রভাত পিয়াদা(৬৫) গত শুক্রবার সকালে পোলের মাঠে ছাগলের জন্য মেহগনি গাছ থেকে পাতা পাড়ার জন্য গাছে ওঠে। পাতা পাড়ার পর গাছ থেকে নামার সময় প্রভাত পা পিছলে মাটিতে পড়ে যায়। এসময় তার মাথায় ও শরীরের প্রচন্ড আঘাত পায়।মাঠের লোকজন প্রভাতের বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত মেহেরপুর সদর হাসাপাতালে ভর্তি করান। আজ দিবাগত(শনিবার) রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। স্থানীয় বাসিন্দা তেলা মন্ডল জানান, ছাগলের জন্য পাতা পাড়তে গাছে ওঠেন প্রভাত পিয়াদা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যান তিনি।উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের ইউপি সদস্য আব্দুল হাকিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, গাছ থেকে প্রভাত পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান।