০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার কার্যক্রমের বেহাল অবস্থা

  • আকাশ আহমেদ
  • পোস্ট হয়েছেঃ ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 9

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার অধিনে সিরাজগঞ্জ,জয়পুরহাট,গাইবান্ধা ও বগুড়া জেলা,এই চারজেলায় প্রায় ৭৫০ টি ট্রেডইউনিয়ন ও বিভিন্ন পেশায় প্রায় ১০ লক্ষ শ্রমিক রয়েছে,অন্যতম ও গুরুত্বপূর্ণ এলাকা এটি।গত বছর বাংলাদেশে অন্তর্বর্তিকালিন সরকার গঠনেরপর থেকে দেশের শ্রমিক সেক্টরের কমিটি গুলোতে রাজনৈতিক প্রভাবে ব্যাপক রদবদল হচ্ছে।যেদল যেখানে যেভাবে পারছে নিজেদের পছন্দের লোকবল দিয়ে অনেকক্ষেত্রে শ্রম আইন উপেক্ষাকরে কমিটি দেয়ার চেষ্টা করছে।এমতাবস্থায় গত এপ্রিল মাসের মাঝামাঝিতে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ শহিদুজ্জামানের পদন্নোতি ও বদলি জনিত কারোনে সে বগুড়া দপ্তরে অদ্যবধী পর্যন্ত অনুপস্থিত রয়েছে।তথ্যসুত্রে যানাযায় যে প্রায় শতাধিক অভিযোগপত্র দপ্তরেএসে পরেআছে দেখারকেউনেই বগুড়া দপ্তরে ২ জন সহকারী পরিচালক আছে তারা বলছেন ট্রেডইউনিয়ন বিষয়ে অভিযোগের ব্যাপারে শুধুমাত্র রেজিস্ট্রার ব্যাবস্থানিতেপারে আমাদের এব্যাপরে তেমনকিছু করার সুযোগনেই।শ্রম কর্মকর্তা শরিফুর রহমান জানান অফিস প্রধান না থাকায় আমরা সঠিকভাবে দাপ্তরিক পরিচালনা করতেপারছিনা তবে ছোটখাটো বিষয় গুলো আমরা উভয়পক্ষকে ডেকে মৌখিক ভাবে মিমাংসা করেদেয়ার চেষ্টাকরছি তবে বড় অভিযোগগুলো নিয়ে জটিলতা বারছে ,অবস্থায় করনীয় জান্তেচাইলে দপ্তরথেকে যানাযায় ঈদুল আযহার ছটিুরপুর্বে শ্রম দপ্তরের মহাপরিচালক বরাবরে দপ্তরের কার্যক্রম বেগবান করারলক্ষে সহযোগীতা চেয়ে একটি পত্রপ্রদান করেছেন কিন্তু এখন পর্যন্ত সেপত্রের কোন দৃশ্যমান ব্যাবস্থা গ্রহন করাহয়নি।গোপন সুত্রে যানাযায় যে বগুড়া দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী শ্রম আইন অমান্যকারী কিছুকিছু ট্রেডইউনিয়ন গুলোকে নিজেদের সার্থের বিনিময়ে তাদের কার্যক্রম জোরেসোরে পরিচালনায় সহযোগিতা করতেছেন এবং বরতেছেন বগুড়া দপ্তরে বর্তমানে অফিস প্রধান না থাকায় এসব দেকার কেউনেইর অতএব যতঅভিযোগই আসুক না কেনো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়েজান।অভিযোগকারী বেশির ভাগ নেতৃবৃন্দ জানান তাদের অভিযোগের পেক্ষিতে দপ্তরকোনো ব্যাবস্থা গ্রহণ করছেননা তাই দিনেদিনে জটিলতা বারছে এবং এভাবে বেশিদিন চরতে থাকলে যেকোনো সময় এই অঞ্চলে শ্রম অসন্তোষ হতেপাড়ে তাই যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাকরেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়াতে রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার কার্যক্রমের বেহাল অবস্থা

পোস্ট হয়েছেঃ ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার অধিনে সিরাজগঞ্জ,জয়পুরহাট,গাইবান্ধা ও বগুড়া জেলা,এই চারজেলায় প্রায় ৭৫০ টি ট্রেডইউনিয়ন ও বিভিন্ন পেশায় প্রায় ১০ লক্ষ শ্রমিক রয়েছে,অন্যতম ও গুরুত্বপূর্ণ এলাকা এটি।গত বছর বাংলাদেশে অন্তর্বর্তিকালিন সরকার গঠনেরপর থেকে দেশের শ্রমিক সেক্টরের কমিটি গুলোতে রাজনৈতিক প্রভাবে ব্যাপক রদবদল হচ্ছে।যেদল যেখানে যেভাবে পারছে নিজেদের পছন্দের লোকবল দিয়ে অনেকক্ষেত্রে শ্রম আইন উপেক্ষাকরে কমিটি দেয়ার চেষ্টা করছে।এমতাবস্থায় গত এপ্রিল মাসের মাঝামাঝিতে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ শহিদুজ্জামানের পদন্নোতি ও বদলি জনিত কারোনে সে বগুড়া দপ্তরে অদ্যবধী পর্যন্ত অনুপস্থিত রয়েছে।তথ্যসুত্রে যানাযায় যে প্রায় শতাধিক অভিযোগপত্র দপ্তরেএসে পরেআছে দেখারকেউনেই বগুড়া দপ্তরে ২ জন সহকারী পরিচালক আছে তারা বলছেন ট্রেডইউনিয়ন বিষয়ে অভিযোগের ব্যাপারে শুধুমাত্র রেজিস্ট্রার ব্যাবস্থানিতেপারে আমাদের এব্যাপরে তেমনকিছু করার সুযোগনেই।শ্রম কর্মকর্তা শরিফুর রহমান জানান অফিস প্রধান না থাকায় আমরা সঠিকভাবে দাপ্তরিক পরিচালনা করতেপারছিনা তবে ছোটখাটো বিষয় গুলো আমরা উভয়পক্ষকে ডেকে মৌখিক ভাবে মিমাংসা করেদেয়ার চেষ্টাকরছি তবে বড় অভিযোগগুলো নিয়ে জটিলতা বারছে ,অবস্থায় করনীয় জান্তেচাইলে দপ্তরথেকে যানাযায় ঈদুল আযহার ছটিুরপুর্বে শ্রম দপ্তরের মহাপরিচালক বরাবরে দপ্তরের কার্যক্রম বেগবান করারলক্ষে সহযোগীতা চেয়ে একটি পত্রপ্রদান করেছেন কিন্তু এখন পর্যন্ত সেপত্রের কোন দৃশ্যমান ব্যাবস্থা গ্রহন করাহয়নি।গোপন সুত্রে যানাযায় যে বগুড়া দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী শ্রম আইন অমান্যকারী কিছুকিছু ট্রেডইউনিয়ন গুলোকে নিজেদের সার্থের বিনিময়ে তাদের কার্যক্রম জোরেসোরে পরিচালনায় সহযোগিতা করতেছেন এবং বরতেছেন বগুড়া দপ্তরে বর্তমানে অফিস প্রধান না থাকায় এসব দেকার কেউনেইর অতএব যতঅভিযোগই আসুক না কেনো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়েজান।অভিযোগকারী বেশির ভাগ নেতৃবৃন্দ জানান তাদের অভিযোগের পেক্ষিতে দপ্তরকোনো ব্যাবস্থা গ্রহণ করছেননা তাই দিনেদিনে জটিলতা বারছে এবং এভাবে বেশিদিন চরতে থাকলে যেকোনো সময় এই অঞ্চলে শ্রম অসন্তোষ হতেপাড়ে তাই যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাকরেন।