
গাজীপুরে দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের উল্টো রথযাত্রা ও রথমেলা শেষ হয়েছে। শনিবার উল্টো রথটানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটলো । সনাতন ধর্মের নারী পুরুষেরা উল্টো রথটানে অংশ গ্রহন করেন। ২৭ জুন থেকে রথযাত্রা শুরু হয়ে ৫ জুলাই শনিবার রথযাএার সমাপ্তি হলো।
জানা যায়, ভাওয়াল রাজবংশের বিলুপ্তি ঘটলেও ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথমেলা সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে। ১২৭৮ বঙ্গাব্দ থেকে এ রথযাত্রা মেলা শুরু হয়েছিল। রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর শ্রী স্র্ সত্যভামা দেবী দেববাণী শুনতে পান। শুধু দৈববাণীই নয়, তিনি স্বপ্নে মাধব বিগ্রহ মূর্তি লাভ ও মূর্তি দিয়ে রথযাত্রা প্রচলনের নির্দেশ পান। রানীর বর্ণনা মতে, শ্রী শ্রী মাণিক্য মাধব, শ্রী শ্রী ঠাকুর মাধব, নীলাম্বর মাধব, চক্রপানি মাধব, যশোমাধব ও বসুদেব মাধব মূর্তি গুলো রানীর স্বপ্নে আদিষ্ট স্হান থেকে লাভ করেন। প্রথম থেকেই মাণিক্য মাধবকে রথের ওপর অধিষ্ঠান করে রথযাত্রার প্রচলন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে রথমেলায় আসা এক ব্যক্তি জানান, এ বছর রথমেলায় মানুষের উপস্থিতি কম ছিল। মেলায় আসা মানুষের মোবাইল, মানিব্যাগ সহ বিভিন্ন জিনিস ছিনতাইয়ের ঘটনা বিগত বছরের তুলনায় বেশি ঘটেছে। মেলায় বসা দোকানে দোকানে চাঁদাবাজি চলেছে। এ সব কারনে মেলায় আসা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কম ছিল। প্রতি বছর রথযাত্রা ও রথমেলার পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।