
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদা না পেয়ে কিডন্যাপ করে নিয়ে যায় মুদি দোকানদার মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ ইমরান আলীকে।
ইমরান আলীর কাছ থেকে ৫.০০০০০ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং নগদ অর্থ ৫০.০০০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পরে প্রকাশ্যে দিনের বেলায় সময় অনুমানিক ৫ঃ৩০ মিনিটে দক্ষিণ সন্ধ্যারই- ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কলোনিপাড়া জেলখানার ভিতরে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ ঘটনা ইমরানের বাবা জানতে পেরে ঘটনা স্থলে গেলে ইমরানের বাবা কেও বেধুম মারধর করে এ নিয়ে রাণীশংকৈল মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন পরে ডাক্তার তাদের রেফার্ড করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
রয়েছে। কিডন্যাপার ও ছিনতাইকারীরা হলেন:
মোঃ মনতাজ আলীর ছেলে ১। মোঃ মাসুদ রানা ওরফে (নিশান) বয়স- (৩০) নিশানের সাথে সহযোগী ছিলেন।
মোঃ ফযেজদ্দিনের ছেলে ২।মোঃ আব্দুল্লাহ বয়স- ২৬
মোঃ কালু মিয়ার ছেলে ৩। মোঃ ওমর ফারুক বয়স – ৩২।
এভাবে চলতে থাকলে কি হবে রাণীশংকৈলের অবস্থা।