
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।মঙ্গলবার (৮ জুলাই) রাতে ধুলাঝাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ, দেবীগঞ্জ সেনাক্যাম্প ও উপজেলা প্রশাসন।বালু ইজারাদারকে দু’টি বালু বহনকারী মাহেন্দ্র গাড়ি জব্দ এবংপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।