০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে সরকারি হালট দখল করার অভিযোগ পাওয়া গিয়েছে

  • MD Reaz
  • পোস্ট হয়েছেঃ ০৯:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 115
তজুমদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান “মহিউদ্দিন পোদ্দার” এর বিরুদ্ধে শত বছরের পুরনো কয়েকটি হালট ভরাট করে দখল ও গাছ রোপন করার অভিযোগ পাওয়া গিয়েছে। এই হালটগুলো বৃষ্টির দিনে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সরকারিভাবে রাখা হয়েছিল। খতিয়াতে স্পষ্টভাবে লেখা আছে হালট জনসাধারণের ব্যবহার্যে কিন্তু এই হালটগুলো (মহিউদ্দিন পোদ্দার) ভরাট করার ফলে বর্তমানে বৃষ্টির পানি নামার মত নেই কোন সুব্যবস্থা! ফলে এখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, আশেপাশে কয়েকটি বাড়ি ও উঠান বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে! বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এরা ক্ষমতার অপব্যবহার করে জনগণের রক্ষক হয়ে ভক্ষকের রূপ ধারণ করেছিল। এই হালটগুলো পূর্বের স্থানে ফিরে পেতে চায় এখানকার স্থানীয় গ্রামবাসী। তাই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
 হালট ভরাট করার স্থান, মজিবল হক মুন্সী বাড়ির রাস্তার পাশে।
মাহারকান্দি গ্রাম, ০৩ নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন-ভোলা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাড়ছে গোমতী নদীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা

সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে সরকারি হালট দখল করার অভিযোগ পাওয়া গিয়েছে

পোস্ট হয়েছেঃ ০৯:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
তজুমদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান “মহিউদ্দিন পোদ্দার” এর বিরুদ্ধে শত বছরের পুরনো কয়েকটি হালট ভরাট করে দখল ও গাছ রোপন করার অভিযোগ পাওয়া গিয়েছে। এই হালটগুলো বৃষ্টির দিনে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সরকারিভাবে রাখা হয়েছিল। খতিয়াতে স্পষ্টভাবে লেখা আছে হালট জনসাধারণের ব্যবহার্যে কিন্তু এই হালটগুলো (মহিউদ্দিন পোদ্দার) ভরাট করার ফলে বর্তমানে বৃষ্টির পানি নামার মত নেই কোন সুব্যবস্থা! ফলে এখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, আশেপাশে কয়েকটি বাড়ি ও উঠান বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে! বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এরা ক্ষমতার অপব্যবহার করে জনগণের রক্ষক হয়ে ভক্ষকের রূপ ধারণ করেছিল। এই হালটগুলো পূর্বের স্থানে ফিরে পেতে চায় এখানকার স্থানীয় গ্রামবাসী। তাই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
 হালট ভরাট করার স্থান, মজিবল হক মুন্সী বাড়ির রাস্তার পাশে।
মাহারকান্দি গ্রাম, ০৩ নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন-ভোলা।