
সিলেটে চা দিতে দেরী করায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের
প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। হত্যা কান্ডে
জড়িত আব্বাস মিয়ার ছেলেরা পলাতক রয়েছেন। আজ সোমবার আব্বাস
মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করে পুলিশ। সিলেটে একটি হোটেলে চা দিতে দেরি হওয়ায় খুন
হন হোটেল কর্মচারী দিনার আহমদ রুমন(২২)। এ ঘটনায় নিহতের পিতা
বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে নগরীর কাজির বাজার এলাকায় জব্বার
মিয়ার হোটেলে আব্বাস মিয়া নামে এক ব্যক্তি নাস্তা করতে আসেন এবং
নিহত হোটেল কর্মচারী রুমন চা দিতে দেরী করায় তাদের মধ্যে বাকবিতন্ডার
সৃষ্টি হয় এবং ঐ সময় হোটেলের মালিক এসে তা মিঠিয়ে দেন। কিš‘
আব্বাস মিয়া ঐ সময় মোবাইল ফোনে তারা ছেলেদেরকে ঘটনার কথা
জানালে তার পুত্ররাসহ ৪/৫জন হোটেলে ঢুকে কর্মচারী রুমনকে জিজ্ঞাসা
করতেই রুমন প্রতিউত্তর দিতেই আব্বাসের ছেলেরা তাকে এলোপাতাড়িভাবে
মারপিট করতে থাকে। এ সময় আব্বাসের ছোট পুত্র রোহান তাকে
ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ¯’ানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত ডাক্তার
তাকে মৃতু ঘোষনা করেন। নিহত রুমন সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর
ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে মো.
দিনার আহমদ রুমন(২২)।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো:
জিয়াউল হক জানান, ঘটনার মুল আসামী আব্বাস মিয়াকে গ্রেফতার করা
হয়েছে। বাকীদেরও গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। আশা করছি
দ্রুততম সময়ের মধ্যে সব আসামীকে গ্রেফতার করা হবে।