
পাবনা সাঁথিয়ায় সরকারি জায়গা দখলের হাত থেকে রক্ষা করলেন উপজেলা কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। সোমবার দুপুরে সাঁথিয়া বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনের এ উদ্ধার কার্যক্রম করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সাদিয়া সুলতানা, সরকারি জায়গায় নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় পৌর নায়েব আশরাফুল ইসলামসহ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগেও স্থানীয় প্রভাবশালীরা ওই জায়গা দখলের চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা জানান, আমরা অভিযোগ পেয়ে এখানে এসে দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে লাল পতাকা টানিয়ে দিলাম, যাতে করে এখানে আর কেউ সরকারী জায়গা অবৈধভাবে দখল নেয়ার চেষ্টা না করে। তিনি আরও বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।