
“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এই ঐতিহাসিক স্লোগানের প্রবর্তক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা পরিষদ হলরুমে জাতীয় পার্টি সদর উপজেলা শাখা, আয়োজি স্মরণসভা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুর রশীদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব হাসান চৌধুরী (হাবুল), এবং জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্জাহান খান আবু।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাহমুদার রহমান মুকুল।
স্মরণসভায় বক্তারা পল্লীবন্ধু এরশাদের রাষ্ট্রনায়কসুলভ গুণাবলি, উন্নয়নমুখী কার্যক্রম ও গণমানুষের প্রতি গভীর ভালোবাসার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শকে ধারণ করে জনবন্ধু জি.এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।