
খুলনার ৪নং ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে নাটকীয়ভাবে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ট্রলারে করে জোরপূর্বক তুলে নিয়ে যান একদল দুর্বৃত্ত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপসা এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী জানান, অপহরণকারীরা তার স্বামীর মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেছিল। দাবি না মানলে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP) এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ফোনকল ট্র্যাক করে সুশান্ত কুমারকে আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আলমগীর কবির (৪৮) এবং মুসা খান (২৮)। তারা দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে খুলনা সদর থানায় একটি মামলা (নং-১৬, তারিখ-১৪/০৭/২৫) রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িত বাকি অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তৎপরতায় অপহৃত কর্মকর্তাকে জীবিত উদ্ধার করায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার এবং সহকর্মীরা।