
মিঠাপুকুরে অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা: এই কি আমাদের সমাজের ভবিষ্যৎ?
রংপুরের মিঠাপুকুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। অনলাইন জুয়ার বিষাক্ত ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে জীবন থেকে বিদায় নিয়েছেন এক পল্লী চিকিৎসক রাজিব আহম্মেদ (৩৫)। ঋণের বোঝা, আত্মগ্লানি, আর মাদকাসক্তির ভয়ঙ্কর চক্রে আটকে পড়ে তিনি শতাধিক ঘুমের ওষুধ সেবন করে আত্মহননের পথ বেছে নেন।
দুই কোটি টাকা অনলাইন জুয়ায় হারিয়ে, পরিবার ও সমাজের মুখোমুখি দাঁড়াতে না পেরে রাজিব বেছে নেন এই নির্মম পরিণতি। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করেন তিনি। অথচ একসময় স্থানীয় ফার্মেসির দায়িত্বশীল একজন চিকিৎসক ছিলেন তিনি, মানুষের পাশে দাঁড়াতেন বিপদের সময়। রাজিবদের মতো তরুণরা যদি জুয়ার মোহে পড়ে এভাবে ঝরে যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? অনলাইন জুয়া এখন আর শুধুমাত্র একটি অপরাধ নয় এটি এক ভয়াবহ সামাজিক ব্যাধি। দিনে দিনে এতে ঝুঁকছে হাজারো তরুণ, হারাচ্ছে অর্থ, মন, আত্মসম্মান আর শেষ পর্যন্ত জীবন। এই মৃত্যু আমাদের জন্য সতর্কবার্তা। রাজিবের শোক যেন কেবল তার পরিবারে সীমাবদ্ধ না থাকে, পুরো সমাজের বিবেক যেন নাড়িয়ে দেয়। এখনই যদি পরিবার, প্রশাসন ও সমাজ একযোগে প্রতিরোধে না নামে তাহলে এমন মৃত্যু আরও দেখতে হবে আমাদের। তখন শুধুই আফসোস থাকবে, প্রতিকার থাকবে না। এবার চোখ খুলুন। জুয়া বিনোদন নয় ,এটি আত্মঘাতী নেশা।