
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিগত বছরের ২৪ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বর দেয়ালে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পিআইও সাইফুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী রোমান, মতিউর রহমান প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ প্রথম, কটিয়াদী সরকারি কলেজ দ্বিতীয় ও ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।