
নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিমউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক এম.এম মাহবুবুর রশীদ লাবলু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে এ দেশে নতুনভাবে স্বাধীনতার সূচনা করেছেন। তার আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসের গর্বিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে তার সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরা সবার নৈতিক দায়িত্ব। তার আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে সকলে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে শহীদ আবু সাইদসহ গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান।