০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না- ড. আতিক মুজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না। আমাদের যখন সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই মুহূর্তে ইন্ডিয়ান দালালেরা, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের জুলাই বিপ্লবীদের আক্রান্ত করেছে।

 

বুধবার বিকেল সাড়ে ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জে জুলাই বিপ্লবী যোদ্ধা ও এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, আবু সাঈদের রক্তে গঠিত, সেই সরকারের আমলে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে।

 

তিনি বলেন, হাসনাত-সারজিসেরা শুধু জুলাইয়ের সন্তান না, এরা বাংলাদেশের সন্তান। তিনি দ্রুত গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

 

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ দোয়েল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে পুনরায় দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, দিনার মিনহাজ, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশীদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গাইবান্ধা সদরে গ্রেফতারী পরোয়ানা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় গ্রেফতার ৭

জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না- ড. আতিক মুজাহিদ

পোস্ট হয়েছেঃ ০১:১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না। আমাদের যখন সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই মুহূর্তে ইন্ডিয়ান দালালেরা, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের জুলাই বিপ্লবীদের আক্রান্ত করেছে।

 

বুধবার বিকেল সাড়ে ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জে জুলাই বিপ্লবী যোদ্ধা ও এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, আবু সাঈদের রক্তে গঠিত, সেই সরকারের আমলে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে।

 

তিনি বলেন, হাসনাত-সারজিসেরা শুধু জুলাইয়ের সন্তান না, এরা বাংলাদেশের সন্তান। তিনি দ্রুত গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

 

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ দোয়েল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে পুনরায় দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, দিনার মিনহাজ, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশীদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।