০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীর লবনচরা এলাকায় ইজিবাইক কে বাচাতে, মাছ ভর্তি পিকাপ গাড়ি উল্টে যায়

খুলনা নগরীর লবনচরা দারোগার লিচ নামক স্থানে সোমবার ০৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা-খুলনা মহা সড়কে ইজিবাইক কে বাঁচাতে গিয়ে মাছ ভর্তি পিকাপ গাড়ি সড়কের পাশে উল্টে যায়।
যাত্রীবাহী ইজিবাইকের ০৫ জন যাত্রীসহ ড্রাইভার অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। উক্ত স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে অবৈধ ভাবে মহাসড়কের রাস্তা ক্রসিং করায় দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে ঢাকা-খুলনা চার লেন মহাসড়কটির,রুপসা ব্রীজ থেকে ছাচিবুনিয়া বিশ্বরোড অংশে ঘটে ছোট-বড় বহু দুর্ঘটনা ও প্রাণহানি, এরই মধ্যে রাতের আঁধারে কে বা কারা সড়কের মাঝখান থেকে অবৈধভাবে ভেঙে ফেলছ ডিভাইডার,ফলে সাধারণ জনগণ ডিভাইডার ফাঁকা পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি,ছোট-বড় সব ধরনের যানবাহন পার করছে। এতে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। সম্প্রতি এই অংশে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইজিবাইক চালকসহ তিনজনই স্পট ডেড।গত এক বছরে সড়কের এই অংশে দুর্ঘটনায় ঝরে গেছে অন্তত অর্ধশতাধিক প্রাণ।বিশেষ করে লবনচরা রূপসা ব্রিজ থেকে তিন কিলোমিটারের মধ্যে পরিকল্পিত কোনো রোড় ক্রসিং না থাকার কারণে,এই দুর্ঘটনা গুলো বেশি হয়ে বলে স্থানীয় জনগণের অভিযোগ,তারা আরো বলেন আমরা লিখিত ভাবে সড়ক বিভাগকে জানিয়েছি, এখানে রাস্তা ক্রসিং এর ব্যাবস্থা করুন, অথবা অবৈধ পারাপার বন্ধ করে দিন। অথচ সড়ক বিভাগ কোন পদক্ষেপ নিচ্ছে না তাই দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

খুলনা নগরীর লবনচরা এলাকায় ইজিবাইক কে বাচাতে, মাছ ভর্তি পিকাপ গাড়ি উল্টে যায়

পোস্ট হয়েছেঃ ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
খুলনা নগরীর লবনচরা দারোগার লিচ নামক স্থানে সোমবার ০৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা-খুলনা মহা সড়কে ইজিবাইক কে বাঁচাতে গিয়ে মাছ ভর্তি পিকাপ গাড়ি সড়কের পাশে উল্টে যায়।
যাত্রীবাহী ইজিবাইকের ০৫ জন যাত্রীসহ ড্রাইভার অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। উক্ত স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে অবৈধ ভাবে মহাসড়কের রাস্তা ক্রসিং করায় দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে ঢাকা-খুলনা চার লেন মহাসড়কটির,রুপসা ব্রীজ থেকে ছাচিবুনিয়া বিশ্বরোড অংশে ঘটে ছোট-বড় বহু দুর্ঘটনা ও প্রাণহানি, এরই মধ্যে রাতের আঁধারে কে বা কারা সড়কের মাঝখান থেকে অবৈধভাবে ভেঙে ফেলছ ডিভাইডার,ফলে সাধারণ জনগণ ডিভাইডার ফাঁকা পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি,ছোট-বড় সব ধরনের যানবাহন পার করছে। এতে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। সম্প্রতি এই অংশে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইজিবাইক চালকসহ তিনজনই স্পট ডেড।গত এক বছরে সড়কের এই অংশে দুর্ঘটনায় ঝরে গেছে অন্তত অর্ধশতাধিক প্রাণ।বিশেষ করে লবনচরা রূপসা ব্রিজ থেকে তিন কিলোমিটারের মধ্যে পরিকল্পিত কোনো রোড় ক্রসিং না থাকার কারণে,এই দুর্ঘটনা গুলো বেশি হয়ে বলে স্থানীয় জনগণের অভিযোগ,তারা আরো বলেন আমরা লিখিত ভাবে সড়ক বিভাগকে জানিয়েছি, এখানে রাস্তা ক্রসিং এর ব্যাবস্থা করুন, অথবা অবৈধ পারাপার বন্ধ করে দিন। অথচ সড়ক বিভাগ কোন পদক্ষেপ নিচ্ছে না তাই দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে।