১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের জলে,মা দূর্গার মহাবিজয়া উৎযাপন

  • সঞ্জয় বাড়ৈ
  • পোস্ট হয়েছেঃ ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 376

মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায়, মন্দিরে মন্দিরে, চোখের জল ও সিঁদুর খেলার মধ্য দিয়ে, মা দূর্গার মহাদশমীর পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলার বিভিন্ন মন্দির -শশিকর মন্দির, চলবল মন্দির, নবগ্রাম মন্দির,খিলগ্রাম মন্দির,কর্নপাড়া, বালিগ্রাম, ধূয়াসার, পূর্ব মাইজপাড়া, বাঘমারা ও ডাসার দূর্গা মন্দিরে মা দূর্গার মহাবিজয়া অনুষ্ঠিত হয়েছে। কালকিনির বিভিন্ন মন্দির -গোপালপুর,নয়াকান্দি, সাহেবরামপুর,সিটিখান,রমজানপুর,আন্ডারচর,বটতলা,মিয়াহাট ও কালকিনি শহরের বিভিন্ন মন্দিরে,মহাসমারোহে ও চোখের জলে মহাবিজয়া অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর শহরের বিভিন্ন মন্দির -বলরামদেব মন্দির, পাঠক কান্দি মন্দির, পুরানবাজার বড়মন্দির,কুলপুদ্দী মন্দির, প্রনবমঠ ও কালিবাড়ী কেন্দ্রীয় মন্দিরে মহাদশমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.০০টায় পূজা শুরু হয়, অঞ্জলি শুরু হয় ১১টায় এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়,সকাল ১২টায়।মন্দির পরিক্রমা,সিঁদুর খেলা,ও প্রতিমা বিসর্জনের  মাধ্যমে, মহাবিজয়া সম্পন্ন হয়।এর মাধ্যমে হিন্দু ধর্মের সবচেয়ে, বড় ধর্মীয় অনুষ্ঠান, শান্তিপূর্ন ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হল।পাঁচ দিন শান্তিপূর্ন ভাবে পূজার্চনা করতে পেরে ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্তোষ জনক।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে প্রাণ গেল নববধূর, বিশ্বনাথে মর্মান্তিক ঘটনা

চোখের জলে,মা দূর্গার মহাবিজয়া উৎযাপন

পোস্ট হয়েছেঃ ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায়, মন্দিরে মন্দিরে, চোখের জল ও সিঁদুর খেলার মধ্য দিয়ে, মা দূর্গার মহাদশমীর পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলার বিভিন্ন মন্দির -শশিকর মন্দির, চলবল মন্দির, নবগ্রাম মন্দির,খিলগ্রাম মন্দির,কর্নপাড়া, বালিগ্রাম, ধূয়াসার, পূর্ব মাইজপাড়া, বাঘমারা ও ডাসার দূর্গা মন্দিরে মা দূর্গার মহাবিজয়া অনুষ্ঠিত হয়েছে। কালকিনির বিভিন্ন মন্দির -গোপালপুর,নয়াকান্দি, সাহেবরামপুর,সিটিখান,রমজানপুর,আন্ডারচর,বটতলা,মিয়াহাট ও কালকিনি শহরের বিভিন্ন মন্দিরে,মহাসমারোহে ও চোখের জলে মহাবিজয়া অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর শহরের বিভিন্ন মন্দির -বলরামদেব মন্দির, পাঠক কান্দি মন্দির, পুরানবাজার বড়মন্দির,কুলপুদ্দী মন্দির, প্রনবমঠ ও কালিবাড়ী কেন্দ্রীয় মন্দিরে মহাদশমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.০০টায় পূজা শুরু হয়, অঞ্জলি শুরু হয় ১১টায় এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়,সকাল ১২টায়।মন্দির পরিক্রমা,সিঁদুর খেলা,ও প্রতিমা বিসর্জনের  মাধ্যমে, মহাবিজয়া সম্পন্ন হয়।এর মাধ্যমে হিন্দু ধর্মের সবচেয়ে, বড় ধর্মীয় অনুষ্ঠান, শান্তিপূর্ন ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হল।পাঁচ দিন শান্তিপূর্ন ভাবে পূজার্চনা করতে পেরে ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্তোষ জনক।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।