০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা রবিউল আউয়াল ঈদে -এ- মিলাদুন্নবী ( সঃ) উদযাপন কিপাইত নগর শাহানশাহ সোসাইটিতে

  • Mohammad tamzit Hossain
  • পোস্ট হয়েছেঃ ০৫:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 195
পহেলা রবিউল আউয়াল মহান ঈদ -এ- মিলাদুন্নবী ( সঃ) কিপাইত নগর শাহানশাহ সোসাইটি তে অবস্থিত ” মসজিদ -এ- গাউছুল আজম মাইজভান্ডারি (কঃ) “প্রঙ্গনে  অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৫ আগস্ট ২০২৫ইং সোমবার বাদে আসর পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এম মুছলে উদ্দিন আহমদ মাদানী, সভাপতিত্বে করেন মুফতী  মাওলানা রমজান আলী রেজভী,প্রধান আলোচক মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী, বিশেষ আলোচক মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী,মাওলানা রেজাউল করিম চৌধুরী, মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা জাহেদ রেজা কাদেরী,আখেরী মোনাজাত করেন মাওলানা আবুল কালাম মাইজভাণ্ডারী। গজল পরিবেশন করেন শায়ের আরমান উদ্দিন, -মাইজভাণ্ডারী গাউসিয়া  হক কমিটি বাংলাদেশ ৩ নং ওর্য়াড কিপাইত নগর শাখার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন, মাহফিল পরিচালনা কমিটি মোহাম্মদ মাসুদুল করিম,মোহাম্মদ হাসান উদ্দীন রিপনসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সকলের মাঝে উম্মুক্ত তাবরুক বিতরণ করা হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পরিবর্তন হওয়া ভোট কেন্দ্র বহাল রাখার দাবী জামায়াতের, এবং বিএনপির প্রতিবাদ

পহেলা রবিউল আউয়াল ঈদে -এ- মিলাদুন্নবী ( সঃ) উদযাপন কিপাইত নগর শাহানশাহ সোসাইটিতে

পোস্ট হয়েছেঃ ০৫:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
পহেলা রবিউল আউয়াল মহান ঈদ -এ- মিলাদুন্নবী ( সঃ) কিপাইত নগর শাহানশাহ সোসাইটি তে অবস্থিত ” মসজিদ -এ- গাউছুল আজম মাইজভান্ডারি (কঃ) “প্রঙ্গনে  অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৫ আগস্ট ২০২৫ইং সোমবার বাদে আসর পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এম মুছলে উদ্দিন আহমদ মাদানী, সভাপতিত্বে করেন মুফতী  মাওলানা রমজান আলী রেজভী,প্রধান আলোচক মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী, বিশেষ আলোচক মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী,মাওলানা রেজাউল করিম চৌধুরী, মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা জাহেদ রেজা কাদেরী,আখেরী মোনাজাত করেন মাওলানা আবুল কালাম মাইজভাণ্ডারী। গজল পরিবেশন করেন শায়ের আরমান উদ্দিন, -মাইজভাণ্ডারী গাউসিয়া  হক কমিটি বাংলাদেশ ৩ নং ওর্য়াড কিপাইত নগর শাখার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন, মাহফিল পরিচালনা কমিটি মোহাম্মদ মাসুদুল করিম,মোহাম্মদ হাসান উদ্দীন রিপনসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সকলের মাঝে উম্মুক্ত তাবরুক বিতরণ করা হয়।