
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পরে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হোন।বিগত কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ শরিফ উসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক বলিষ্ঠ কন্ঠ।অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক।তার এই হঠাৎ করে চলে যাওয়া বাংলাদেশের মানুষ যেনো মেনে নিতে পারছে না।যার কারণে শরিফ উসমান হাদির মৃত্যুর খবর সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পরে।দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পরে নাটোরে প্রত্যেক থানা,উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। অনতিবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভ এ অংশগ্রহণকারী জনতা।
”নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন জামাত আমির -ডাক্তার মোঃ হাসিনুর রহমান- বলেন ; আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।দেশপ্রেমিক মানুষকে আর আমরা হারাতে দিতে চাই না।খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচার এর আওতায় আনতে হবে। ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে তিনি জোর প্রতিবাদ জানান।যে দেশ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি, সেই দেশ বাংলাদেশের বন্ধু হতে পারে না।
” দেশের স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ থাকার ও আহবান জানান তিনি। এদিকে নাটোর জেলার প্রত্যেক থানায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।আপামর জনতার একটাই দাবি ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে এবং সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। ভারতীয় আধিপত্য আর মেনে নিবে না বাংলাদেশের মানুষ।
মোঃ নয়ন ইসলাম 



















