০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপে প্রথম আধুনিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন, ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়

  • MD Aminul
  • পোস্ট হয়েছেঃ ০৫:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 34
সন্দ্বীপের ক্রীড়াঙ্গনে ইতিহাস রচিত হলো। দ্বীপে এই প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফুটবল গ্রাউন্ডে টার্ফ মাঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ক্রীড়াপ্রেমী তরুণদের স্বপ্নের এই মাঠের উদ্বোধন উপলক্ষে গতকাল রাত ৮টায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ উদ্যোক্তা সাইফুল আলম আবির, সাজিদুল মাওলা সাজিদ ও মুশফিকুর রহমান খান হিমুর উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসানের তত্ত্বাবধানে নির্মিত এই আধুনিক টার্ফ গ্রাউন্ডটি সন্দ্বীপের খেলাধুলার পরিবেশে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক চারু মিল্লাত, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাজিদ মোহন, মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, টার্ফ গ্রাউন্ডের উদ্যোক্তা সাইফুল আলম আবির, মুশফিকুর রহমান হিমু, মোহাম্মদ সাজিদ এবং সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি জায়েদ নূর বলেন, আধুনিক টার্ফ গ্রাউন্ড সন্দ্বীপের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। এতে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে এবং সুস্থ, ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠবে। উদ্যোক্তাদের এই উদ্যোগ সন্দ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিন ধরেই সন্দ্বীপে আধুনিক মানের ক্রীড়া অবকাঠামোর অভাব ছিল। নতুন এই টার্ফ ফুটবল গ্রাউন্ড সেই অভাব অনেকটাই পূরণ করবে এবং ভবিষ্যতে সন্দ্বীপ থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি হবে—এমন প্রত্যাশা তাদের।
উদ্বোধনের মধ্য দিয়ে সন্দ্বীপের ক্রীড়াঙ্গনে যে নতুন দিগন্তের সূচনা হলো, তা স্থানীয় যুবসমাজ ও খেলাধুলাপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া।

সন্দ্বীপে প্রথম আধুনিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন, ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়

পোস্ট হয়েছেঃ ০৫:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সন্দ্বীপের ক্রীড়াঙ্গনে ইতিহাস রচিত হলো। দ্বীপে এই প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফুটবল গ্রাউন্ডে টার্ফ মাঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ক্রীড়াপ্রেমী তরুণদের স্বপ্নের এই মাঠের উদ্বোধন উপলক্ষে গতকাল রাত ৮টায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ উদ্যোক্তা সাইফুল আলম আবির, সাজিদুল মাওলা সাজিদ ও মুশফিকুর রহমান খান হিমুর উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসানের তত্ত্বাবধানে নির্মিত এই আধুনিক টার্ফ গ্রাউন্ডটি সন্দ্বীপের খেলাধুলার পরিবেশে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক চারু মিল্লাত, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাজিদ মোহন, মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, টার্ফ গ্রাউন্ডের উদ্যোক্তা সাইফুল আলম আবির, মুশফিকুর রহমান হিমু, মোহাম্মদ সাজিদ এবং সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি জায়েদ নূর বলেন, আধুনিক টার্ফ গ্রাউন্ড সন্দ্বীপের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। এতে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে এবং সুস্থ, ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠবে। উদ্যোক্তাদের এই উদ্যোগ সন্দ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিন ধরেই সন্দ্বীপে আধুনিক মানের ক্রীড়া অবকাঠামোর অভাব ছিল। নতুন এই টার্ফ ফুটবল গ্রাউন্ড সেই অভাব অনেকটাই পূরণ করবে এবং ভবিষ্যতে সন্দ্বীপ থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি হবে—এমন প্রত্যাশা তাদের।
উদ্বোধনের মধ্য দিয়ে সন্দ্বীপের ক্রীড়াঙ্গনে যে নতুন দিগন্তের সূচনা হলো, তা স্থানীয় যুবসমাজ ও খেলাধুলাপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।