
খিলক্ষেত নামাপাড়া ৩০০ফুট রাস্তাটি সংস্কার এর পর সোমবার বিকাল হতে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হলো। তবে এখনি ভারি ট্রাক, কভার ভ্যান চলাচলে নিরুৎসাহিত করা হলো। কিন্তু প্রাইভেট , জিপ গাড়ি, হাইএক্স ও রিক্সা সাইকেল বাইক এই ধরনের গাড়ি চলাচল করতে পারবে। কিন্তু অতি উচ্চতা সম্পন্ন ভাড়ি ওজনের গাড়ি খিলক্ষেত বাজার হয়ে চলাচল এর জন্য অনুরোধ করা হচ্ছে। ১/২ সপ্তাহের মধ্যে সম্পুর্নরুপে খুলে দেয়া হবে। তখন খিলক্ষেত নামাপাড়া ৩০০ফুট রাস্তাটি দিয়ে সব ধরণের গাড়ি যাতায়াত করা সম্ভব হবে ।