০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • Ajit kumar Dash
  • পোস্ট হয়েছেঃ ০১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 97
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দ  শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হয়।
রবিবার (২৭ জুলাই) বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ। বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহ দিতেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে থাকলেও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থা, সমাজসেবা ও মানবকল্যাণে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, প্রবীণ অভিভাবক হাজী মকবুল আলী, শিক্ষানুরাগী আছলম উদ্দিন, ইউপি সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, জয়নাল আবেদীন ও আমীর হুসেন আলী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জসিম উদ্দিনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

পোস্ট হয়েছেঃ ০১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দ  শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হয়।
রবিবার (২৭ জুলাই) বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ। বর্ষা মৌসুমে বৃষ্টিপাতে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহ দিতেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে থাকলেও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থা, সমাজসেবা ও মানবকল্যাণে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, প্রবীণ অভিভাবক হাজী মকবুল আলী, শিক্ষানুরাগী আছলম উদ্দিন, ইউপি সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, জয়নাল আবেদীন ও আমীর হুসেন আলী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জসিম উদ্দিনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান।