০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম

  • রায়হান শেখ
  • পোস্ট হয়েছেঃ ০৬:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 123
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম। বুধবার (২৫ জুন ), তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খান মনিরুল ইসলাম বলেন, “মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অত্যন্ত নাজুক। মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করায় বর্তমানে চিকিৎসা কার্যক্রম এক্সটেনশন ভবনে পরিচালিত হচ্ছে। মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখানে সিজারিয়ান অপারেশনসহ অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।”তিনি আরও বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আগামী ১২ জুলাই স্বাস্থ্য সচিব বাগেরহাটে আসবেন। সে কারণে জেলার স্বাস্থ্যখাতের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই আমরা বিএনপির পক্ষ থেকে এই পরিদর্শন করেছি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও মনিটরিং বৃদ্ধির দাবি জানান।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গৌরীপুরে শ্রেষ্ঠ ২০ শিক্ষার্থী পেল পুরস্কার

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম

পোস্ট হয়েছেঃ ০৬:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম। বুধবার (২৫ জুন ), তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খান মনিরুল ইসলাম বলেন, “মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অত্যন্ত নাজুক। মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করায় বর্তমানে চিকিৎসা কার্যক্রম এক্সটেনশন ভবনে পরিচালিত হচ্ছে। মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখানে সিজারিয়ান অপারেশনসহ অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।”তিনি আরও বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আগামী ১২ জুলাই স্বাস্থ্য সচিব বাগেরহাটে আসবেন। সে কারণে জেলার স্বাস্থ্যখাতের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই আমরা বিএনপির পক্ষ থেকে এই পরিদর্শন করেছি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও মনিটরিং বৃদ্ধির দাবি জানান।