
রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৭ জুলাই ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রৌমারী থানাধীন পশ্চিম পাখিউড়া গ্রামের এ্যাডভোকেট মোঃ আবুল বাশার মঞ্জুর বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ বাবলু মিয়া (৪৫), পিতা-মৃত আনজু শেখ, সাং-পাখিউড়া, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রামকে আটক করা হয়। আটককালে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫ হাজার ৮৫০ টাকা এবং একটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বাবলু মিয়া দীর্ঘদিন ধরে কৌশলে ইয়াবা ব্যবসার করে আসছে,এবং দাপট খাটিয়ে অন্যের জমিন বক দখল করে খাচ্ছে এলাকায় তার অনেতিক কাজের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সে যুব সমাজকে নিশার দিকে ধাবিত করছে। অবশেষে পুলিশের অভিযানে তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রৌমারী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, “আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কার্যক্রম শেষে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।