
গোয়াইনঘাটে শ্রমিকদের বালুবাহী নৌযান আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান।সকালে যৌথ বাহিনী অভিযান চালায় গোয়াইনঘাটে শ্রমিকদের বালুবাহী নৌযান আটককৃতদের বিরুদ্ধে।বেশ কয়েকজন কে লাটি চার্য করে সেনাবাহিনী।অবশেষে বিকাল বেলা ছাড়া পেলো অবৈধভাবে আটককৃত সকল বালুবাহী নৌযান।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব রতন কুমার অধিকারী ,সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার.. পুলিশ প্রশাসন গোয়াইনঘাট ,ছাত্র প্রতিনিধিবৃন্দ গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।