০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শৃঙ্খলাভঙ্গ ও সন্ত্রাসে মদদের অভিযোগে দাউদকান্দিতে বিএনপি নেতা বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি অনুমোদিত কমিটির এই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত মিজানুর রহমান প্রধানকে গত ৩ জুলাই অনুমোদিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু ওইদিনই উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনায় তাঁর নাম উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। বিষয়টি আমলে নিয়ে দাউদকান্দি উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাব সন্তোষজনক না হওয়ায় এবং স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম জানান,
‘মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আমরা তাঁকে শোকজ করেছিলাম। কিন্তু তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন,
‘এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল—দলে কোনো অপরাধী বা শৃঙ্খলাভঙ্গকারীর স্থান নেই। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময়ই কঠোর অবস্থানে ছিল এবং থাকবে।’
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান

শৃঙ্খলাভঙ্গ ও সন্ত্রাসে মদদের অভিযোগে দাউদকান্দিতে বিএনপি নেতা বহিষ্কার

পোস্ট হয়েছেঃ ০৬:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি অনুমোদিত কমিটির এই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত মিজানুর রহমান প্রধানকে গত ৩ জুলাই অনুমোদিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু ওইদিনই উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনায় তাঁর নাম উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। বিষয়টি আমলে নিয়ে দাউদকান্দি উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাব সন্তোষজনক না হওয়ায় এবং স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম জানান,
‘মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আমরা তাঁকে শোকজ করেছিলাম। কিন্তু তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন,
‘এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল—দলে কোনো অপরাধী বা শৃঙ্খলাভঙ্গকারীর স্থান নেই। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময়ই কঠোর অবস্থানে ছিল এবং থাকবে।’