
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র শরীয়তপুর সখিপুর থানার চরভাগা ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আক্কাস হাওলাদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি জনাব, আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, সখিপুর থানা জাতীয়তাবাদী দলের সভাপতি ও কাচিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম এ হামিদ সরদার, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি মানিক হাওলাদার, সখিপুর থানা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা জাতীয়তাবাদী দলের যুগ্ন আহবায়ক মামুন সরকার, সখিপুর থানা জাতীয়তাবাদী দলের যুগ্ন আহ্বায়ক মামুন সরকার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা ছাত্রদলের সভাপতি নিহাদ, তোর চরভাগা ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য।
প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই লক্ষ্যে বেগম খালেদা জিয়ার প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য সবাই অপেক্ষা মান।চরভাগ ৪ নং ওয়ার্ড কমিটি প্রসঙ্গে বলেন, মূলত দায়িত্ব নিয়ে দায়িত্ব ব্যর্থতার চেয়ে দায়িত্ব না নেওয়াই উত্তম।
তিনি চরভাগা ওয়ার্ড বিএনপি’র কমিটি নিয়ে আরো বলেন, এখানে দেখলাম অনেকেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার মত প্রকাশ করেছেন। যদি এখান থেকে বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে পাস করাতে হলে যে কোন মূল্যে ঐক্য বিএনপি’র বিকল্প নেই। সবাই একত্রিত হয়ে বিএনপি করতে হবে। বিএনপি’র প্রয়োজনে এক হয়ে থাকতে হবে।