
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এই বাজার পরিচালনা কমিটির আসন্ন ১১তম নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন পরিচালনা কমিটি রবিবার (৬ জুলাই) সকাল ১১টায় সীতাকুণ্ড দোকান মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী সুজা উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাওলানা তৌহিদুল ইসলাম।প্রার্থীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনী আচরণবিধি, প্রচারণার সীমারেখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, আগামী ১৯ জুলাই, অনুষ্টিত হতে যাওয়া “নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে ভোটার, প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তাঁরা আরও বলেন, জাল ভোট বা যেকোনো অনিয়ম প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী এলাকা ও প্রচারণায় নির্ধারিত সীমা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, জামায়াতে ইসলামীর আমির, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম আজাদসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সকলে সুশৃঙ্খল, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।