০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসন ও যানজট সমস্যা সমাধানের দাবিতে গঠনমূলক সিদ্ধান্ত

সাতক্ষীরায় জলাবদ্ধতা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জেলা নাগরিক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টায় শহরের নাজমুল সরণীতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল এবং সভা পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল।

সভায় বক্তারা জানান, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সদর উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ির আঙিনা তো বটেই, অনেক ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ায় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে এই দুরবস্থার সৃষ্টি হয়। তাঁরা অবিলম্বে আধুনিক ও কার্যকর ঢালাই ড্রেন নির্মাণে পৌর কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী রোববার (২০ জুলাই) জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভায় একটি লিখিত দাবিনামা পেশ করা হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে।
সভায় আরও বক্তব্য রাখেন—
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ
চ্যানেল আই’র জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ
প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জি
স্বদেশ প্রতিনিধি মাধব দত্ত
হেনরী সরদার
উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান
অধ্যাপক পবিত্র মোহন দাশ
অধ্যাপক ইদ্রিস আলি
জাসদের সুধাংশু শেখর সরকার
বাসদের নিত্যানন্দ সরকার
সাংবাদিক জহুরুল কবির
ভূমিহীন নেতা আব্দুস সামাদ
অ্যাডভোকেট আবুল কালাম
সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন
রেজাউল করিম রেজা প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, নাগরিক দুর্ভোগ লাঘবে সব মহলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই একটি বাসযোগ্য ও উন্নত সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

সাতক্ষীরায় জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসন ও যানজট সমস্যা সমাধানের দাবিতে গঠনমূলক সিদ্ধান্ত

পোস্ট হয়েছেঃ ০১:১৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জেলা নাগরিক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টায় শহরের নাজমুল সরণীতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল এবং সভা পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল।

সভায় বক্তারা জানান, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সদর উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ির আঙিনা তো বটেই, অনেক ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ায় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে এই দুরবস্থার সৃষ্টি হয়। তাঁরা অবিলম্বে আধুনিক ও কার্যকর ঢালাই ড্রেন নির্মাণে পৌর কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী রোববার (২০ জুলাই) জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভায় একটি লিখিত দাবিনামা পেশ করা হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে।
সভায় আরও বক্তব্য রাখেন—
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ
চ্যানেল আই’র জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ
প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জি
স্বদেশ প্রতিনিধি মাধব দত্ত
হেনরী সরদার
উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান
অধ্যাপক পবিত্র মোহন দাশ
অধ্যাপক ইদ্রিস আলি
জাসদের সুধাংশু শেখর সরকার
বাসদের নিত্যানন্দ সরকার
সাংবাদিক জহুরুল কবির
ভূমিহীন নেতা আব্দুস সামাদ
অ্যাডভোকেট আবুল কালাম
সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন
রেজাউল করিম রেজা প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, নাগরিক দুর্ভোগ লাঘবে সব মহলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই একটি বাসযোগ্য ও উন্নত সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব।