
সাভার, ১৬ জুলাই ২০২৫ – গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা হামলার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আবু সুফিয়ান। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলার সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
নেতৃবৃন্দ বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়ে তারা গণতন্ত্রকে হরণ করছে। আমরা এই ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।”