
র্যাব-১২, , বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার আলোচিত শ্বশুর ও পুত্রবধূ হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ও আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য মোঃ জিয়ারুল মোল্লা (৩৫) গ্রেফতার হয়েছেন।র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে থেকে ৯ জুলাই ভোরের মধ্যে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লাক্ষীমণ্ডপ গ্রামে আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভা (৩৫)-কে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে নিহতের মেয়ে বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৮, তারিখ: ১০/০৭/২০২৫; ধারা: ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড)।হত্যাকাণ্ডের পর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম আসামি মোঃ জিয়ারুল মোল্লা বগুড়ার শিবগঞ্জ থানার মহাস্থানগড় দক্ষিণপাড়ায় অবস্থান করছে। ১৮ জুলাই রাতে র্যাব-১২ এর একটি চৌকস দল র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া জিয়ারুল মোল্লা, পিতা মৃত রহেদ, মাতা মৃত জোসনা বেগম, গ্রাম বড়ভাদাহার, থানাঃ কাহালু, জেলা বগুড়া। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তাদের অভিযান চলমান রয়েছে এবং এ ধরণের অপরাধ দমনে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।