
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেল সাড় ৫ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের ভ্যারামারা খেয়াঘাটসংলগ্ন তিস্তা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুল হাকিম আজাদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘটনার সময় ওই মরদেহটি খেয়াঘাট এলাকায় ভাসছিল। স্থানীয়রা কাছে গিয়ে দেখেন অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ। পরে পুলিশে খবর দেন। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৬০ বছর।’
ওসি আরও বলেন, ‘মরদেহটি শনাক্তে চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।’