০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পের, রোহিঙ্গা শরণার্থী ৭,১০০ পিস ই’য়া’বা সহ চট্টগ্রামে ডিএনসির হাতে আটক

  • সাইফুল ইসলাম
  • পোস্ট হয়েছেঃ ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 20
২২/০৭/২০২৫ তারিখ ৭,১০০ (সাত হাজার একশত) পিস ইয়াবা সহ ০২ জন রোহিঙ্গা শরণার্থী মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম সকাল প্রায় ১০:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন বশরুজ্জামান চত্ত্বরের পশ্চিম পার্শ্বে অভিযানে আসামী জাফর আলম (৩৫) ও রহিমা খাতুন (২৫) কে ৭,১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয় এবং পরস্পর যোগসাজসে ইয়াবা পাচার করছে।
আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) জাফর আলম (৩৫)(গ্রেফতার), পিত: মৃত নুর আলম প্র: নুর হোছন, মাতা: মোছা: আয়শা বেগম, সাং: লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২৪, হাউজ নং – ২০৭, ব্লক -ই-১, এফসিএন নং – ২৬১১৭৯, হেড মাঝিঃ মেম্বার শাহ আলম, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
আসামী- (০২) রহিমা খাতুন (২৫), স্বামী: জাফর আলম, পিতা: মো: ইউনুচ, মাতা: মৃত বানু, সাং: লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২৪, হাউজ নং – ১৮৫, ব্লক -বি-২, এফসিএন নং – ২৫৭৮৯০, হেড মাঝিঃ মো: ফয়েজ,, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

রোহিঙ্গা ক্যাম্পের, রোহিঙ্গা শরণার্থী ৭,১০০ পিস ই’য়া’বা সহ চট্টগ্রামে ডিএনসির হাতে আটক

পোস্ট হয়েছেঃ ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
২২/০৭/২০২৫ তারিখ ৭,১০০ (সাত হাজার একশত) পিস ইয়াবা সহ ০২ জন রোহিঙ্গা শরণার্থী মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম সকাল প্রায় ১০:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন বশরুজ্জামান চত্ত্বরের পশ্চিম পার্শ্বে অভিযানে আসামী জাফর আলম (৩৫) ও রহিমা খাতুন (২৫) কে ৭,১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয় এবং পরস্পর যোগসাজসে ইয়াবা পাচার করছে।
আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) জাফর আলম (৩৫)(গ্রেফতার), পিত: মৃত নুর আলম প্র: নুর হোছন, মাতা: মোছা: আয়শা বেগম, সাং: লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২৪, হাউজ নং – ২০৭, ব্লক -ই-১, এফসিএন নং – ২৬১১৭৯, হেড মাঝিঃ মেম্বার শাহ আলম, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
আসামী- (০২) রহিমা খাতুন (২৫), স্বামী: জাফর আলম, পিতা: মো: ইউনুচ, মাতা: মৃত বানু, সাং: লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং – ২৪, হাউজ নং – ১৮৫, ব্লক -বি-২, এফসিএন নং – ২৫৭৮৯০, হেড মাঝিঃ মো: ফয়েজ,, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।