০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ফাঁকা মাঠে ছুরিকাঘাতে আহত এক যুবক, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযোগ

খুলনা শহরের খান এ সবুর রোডে ব্রাদার্স ক্লাবের বিপরীতে এক ফাঁকা মাঠে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. সাইফুদ্দিন বিশ্বাস টিটু (৪৫)। বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, টিটু প্রতিদিনের মতো ওই মাঠের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পাশেই মাদক সেবন করছিল। একপর্যায়ে মাদক সেবনকারীরা টিটুর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডা চলাকালে তাদের একজন টিটুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে টিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি হাতে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক সেবনের সময় কথা কাটাকাটির জেরে টিটুকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফাঁকা মাঠ ও এর আশপাশে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খুলনায় ফাঁকা মাঠে ছুরিকাঘাতে আহত এক যুবক, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৬:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
খুলনা শহরের খান এ সবুর রোডে ব্রাদার্স ক্লাবের বিপরীতে এক ফাঁকা মাঠে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. সাইফুদ্দিন বিশ্বাস টিটু (৪৫)। বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, টিটু প্রতিদিনের মতো ওই মাঠের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পাশেই মাদক সেবন করছিল। একপর্যায়ে মাদক সেবনকারীরা টিটুর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডা চলাকালে তাদের একজন টিটুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে টিটুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি হাতে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক সেবনের সময় কথা কাটাকাটির জেরে টিটুকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফাঁকা মাঠ ও এর আশপাশে নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।