
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের কাপড়
ব্যবসায়ী বড় দল বনাম ছোট দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।মা দকের বি রুদ্ধে
২৫ জুলাই শুক্রবার বিকেল ৩টায় উপজেলার
বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বাতাকান্দি বাজারের কাপড় ব্যবসায়ী বড় দল বনাম ছোট দলের মধ্যে আয়োজিত এই ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বাজার কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান সরকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,এসময় বিশেষ অতিথি হিসেবে আরও
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মুন্সি আমিরুল ইসলাম মানিক,আক্তার ব্যাপারী,সদস্য ডাঃ আবু নাছের ভূইয়া, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.হাবিবুর রহমান হাবিব, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.জামাল উদ্দিন প্রধান,
উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর,উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সাতানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এইচ এম জাকির সওদাগর, বাতাকান্দি বাজার কমিটির সদস্য মনিরুল হক সেন্টু,ফরহাদ হোসেন ভূইয়া সোহেল, মোহাম্মদ আলী,জাকির হোসেন,আলমগীর হোসেন আলম, আবদুল আজিজ,গোলাম রাব্বানী, মাসরুক সরকার, হেলাল উদ্দিন,শেখ কামাল মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খেলাটি আয়োজন করেন বাতাকান্দি বাজারের কাপড় ব্যবসয়ী মো.সালাহউদ্দিন আহমেদ এবং খেলায় ধারাভাষ্যকার ছিলেন মনির হোসেন মাষ্টার। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বিল্লাল হোসেন। খেলায় বাতাকান্দি বাজার কাপড় ব্যবসায়ী বড় দল বনাম ছোট দলের তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে
শেষ মুহূর্তে ছোট দলকে এক গোল দিয়ে জয়লাভ করেন বড় দল।খেলায় ছোট দলের স্পন্সর ছিলেন-বাতাকান্দি বাজারের সিঙ্গাপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী মো.রিয়াদ আহমেদ ও বড় দলের স্পন্সর ছিলেন সালাহউদ্দিন আহমেদ।