
সারাদেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলাতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা সমন্বয়ে আলোচনা সভা আয়োজন করা হয় এবং কেন্দ্রীয় প্রোগ্রামের সাথে সমন্বয় করে উপস্থিত সকলকে নিয়ে শপথ পাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানের জেলা প্রান্তে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উপকারভোগীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।