
আজ আনুমানিক ভোরে মোংলা -খুলনা সড়কের চুলকাঠি নামক স্থানে গ্যাস ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যেই উল্টে গেছে।এ ঘটনার কোন নিহতের খবর পাওয়া যায় নি।গ্যাসের বোতল গুলো খালি থাকার কারনে বড় কোন দূর্ঘটনা ঘটে নি।
aj স্থানিয় এক ব্যাক্তি জানান রাত থেকে প্রচুর ঝর বৃষ্টি হচ্ছিল, হয়তো এরই কোন এক সময় দূর্ঘটনাটা ঘটেছে।জনবহুল এলাকা না হওয়াতে সঠিক সময়টা তিনি বলতে পারে নি।
প্রতিদিন এই সড়ক দিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই প্রায় একশ এর উপরে ট্রাক যাওয়া আসা করে।অধিকাংশ গাড়ি গুলো অতিরিক্ত পন্য বহন করে।যার ফলে যেমন দূর্ঘটনার সম্ভাবনা যেমন থাকে তােমনি রাস্তার ও অনেক ক্ষতি হচ্ছে।