০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে মোট ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম।
প্রথম অভিযান :
২৬ জুলাই ভোর রাত ২টা নাগাদ সাতুরিয়া ইউনিয়নের ৩নং নৈকাঠি ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার হাওলাদারের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার হাওলাদার (৪১), পিতা মৃত আব্দুল হক হাওলাদার, মাতা মৃত ছাহেরা বেগম, সাং-নৈকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে গ্রেফতার করে। তার ডান হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগে রাখা সবুজ পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রাত ২টায় সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান :
এর কিছুক্ষণ পর একই রাত ৪টা ৪০ মিনিটে ডিবির আরেকটি দল অভিযান চালায় সাতুরিয়া মিয়া বাড়ি হাইস্কুলের গেটসংলগ্ন পাকা রাস্তার ওপর। এ সময় মোঃ ইমরুজ হাওলাদার (৩৫), পিতা মোঃ রুহুল আমিন, মাতা হেলেনা বেগম, সাং-শিয়ালকাঠি চৌরাস্তা, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে আটক করা হয়। তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতর সবুজ পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
উভয় ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। তিনি বলেন, “জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, এক রাতে পরপর দুটি সফল অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করায় ডিবি পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রশংসায় ভাসছেন মংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী

রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে মোট ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম।
প্রথম অভিযান :
২৬ জুলাই ভোর রাত ২টা নাগাদ সাতুরিয়া ইউনিয়নের ৩নং নৈকাঠি ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাশার হাওলাদারের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার হাওলাদার (৪১), পিতা মৃত আব্দুল হক হাওলাদার, মাতা মৃত ছাহেরা বেগম, সাং-নৈকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে গ্রেফতার করে। তার ডান হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগে রাখা সবুজ পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রাত ২টায় সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান :
এর কিছুক্ষণ পর একই রাত ৪টা ৪০ মিনিটে ডিবির আরেকটি দল অভিযান চালায় সাতুরিয়া মিয়া বাড়ি হাইস্কুলের গেটসংলগ্ন পাকা রাস্তার ওপর। এ সময় মোঃ ইমরুজ হাওলাদার (৩৫), পিতা মোঃ রুহুল আমিন, মাতা হেলেনা বেগম, সাং-শিয়ালকাঠি চৌরাস্তা, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে আটক করা হয়। তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতর সবুজ পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
উভয় ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ। তিনি বলেন, “জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, এক রাতে পরপর দুটি সফল অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করায় ডিবি পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।